নতুন প্রজন্মের নায়ক জয় চৌধুরী। প্রথমবারের মতো শ্যালিকা কাজী জারার নায়ক হয়ে পর্দায় আসছেন তিনি। দুলাভাই-শ্যালিকা জুটির প্রথম সিনেমা ‘শেষ কথা’।

জয়ের স্ত্রী চিত্রনায়িকা রোমানা নীড়ের ছোট বোন কাজী জারা। এর আগে, বাস্তবের স্বামী-স্ত্রীকে পর্দায় জুটি বাঁধতে দেখা গেলেও দুলাভাই-শ্যালিকা জুটি এবারই প্রথম। বুধবার (৮ ফেব্রুয়ারি) গাজীপুরের সিনেমাটির দৃশ্যধারণ শুরু হয়েছে।

এ প্রসঙ্গে জয় বলেন, ‘চেহারা, উচ্চতা- সবদিক থেকেই সিনেমার নায়িকা হওয়ার যোগ্যতা আছে জারার। তাকে আমার নায়িকা হিসেবে পছন্দ করেছেন পরিচালক। এতে আমার কোনো হাত নেই। চরিত্রকে প্রাধান্য দিয়েই তাকে (জারা) চুক্তিবদ্ধ করা হয়েছে।’

অন্যদিকে জারা বলেন, ‘জয় চৌধুরী সম্পর্কে আমার দুলাভাই হলেও বড় ভাইয়ের মতো। তিনি আমাকে খুব স্নেহ করেন। তার সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আমাদের মধ্যে বোঝাপড়ার জায়গাটাও বেশ চমৎকার। আমি মনে করি, তার সঙ্গে স্বাচ্ছন্দ্য নিয়েই কাজটি করতে পারব।’হাসতে হাসতে এই নবাগত নায়িকা বলেন, ‘প্রথম সিনেমায় দুলাভাইয়ের নায়িকা হয়ে এক দিক থেকে ভালোই হয়েছে। অন্য নায়কের বিপরীতে হয়তো জড়তা কাজ করত। কিন্তু এখন আমার জন্য কাজটা সহজ হয়েছে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেটা টের পাচ্ছি।’

প্রসঙ্গত, ভিন্নধারার মৌলিক গল্পের সিনেমা ‘শেষ কথা’। মোহাম্মদ ইসলামের পরিচালনায় এতে গ্রামের একজন শান্ত, ভদ্র, সাধারণ মেয়ের চরিত্রে পর্দায় হাজির হবেন জারা।

নির্মাতা জানিয়েছেন, আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত গাজীপুরে সিনেমাটির দৃশ্যধারণ চলবে। এরপর ঢাকায় আরও পাঁচ দিন শুটিং শেষে কক্সবাজার ও সিলেটে গানের শুটিং হবে।

By bmppu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *