গত বছরের ১২ সেপ্টেম্বর মাহিয়া মাহি মা হতে যাওয়ার খবর জানান। দুই মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ভক্তদের সঙ্গে খুশির খবরটি জানান এই নায়িকা। সবকিছু ঠিক থাকলে কবে নাগাদ সন্তানের মুখ দেখবেন মাহি? এ বিষয়ে মাহিয়া মাহি জানিয়েছেন— চিকিৎসকের ধারণা, আড়াই মাস পরে তার সন্তান ভূমিষ্ঠ হতে পারে।
সন্তানের আগমন উপলক্ষে শ্বশুরবাড়ি থেকে রাজধানীর উত্তরায় মায়ের বাড়িতে উঠেছেন মাহি। অনাগত সন্তানকে বরণ করে নিতে মায়ের বাড়ি, শ্বশুরবাড়িতে প্রস্তুতি চলছে।
এসব তথ্য উল্লেখ করে মাহি বলেন, ‘দিন যত ঘনিয়ে আসছে মাহি ততটাই রোমাঞ্চ বোধ করছেন। মাহি বলেন, ‘খুব শিগগির নতুন অতিথি আসছে, এমন খবর শোনার পর পরিবারের সবাই বেশি বেশি যত্ন নিচ্ছে। নিজেও নিজের দিকে সব সময় খেয়াল রাখছি।’
তিনি বলেন, ‘আমার ভেতরে বাচ্চার শ্বাসপ্রশ্বাস যেন টের পাচ্ছি, ওর অস্তিত্ব বুঝতে পারছি। মহা আনন্দের দিনটির জন্য যেন তর সইছে না।’
প্রসঙ্গত, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রাকিবের (সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ।
রাকিবকে স্বামী হিসেবে পেয়ে স্বপ্নপূরণ হয়েছে মাহির। স্বামীকে নিয়ে ওমরাহ করে এসেছেন এই নায়িকা। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। কখনও বন্ধুদের সঙ্গে, আবার কখনও শুধু তারা দুজনে। সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন।