ফেসবুক ও ইউটিউবে ট্রলের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বগুড়ার আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’কে কোনো শিল্পী মনে করেন না অভিনেত্রী জোতিকা জ্যোতি। তিনি বলেন, যেহেতু তাকে (হিরো আলম) কোনো শিল্পী মনে করি না, তাই তাকে নিয়ে কিছু বলার নেই।

বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে একটি ইভেন্টে অতিথি হিসেবে এসে অনুষ্ঠান শেষে হিরো আলমের প্রসঙ্গ উঠতেই জ্যোতি বলেন, তার উত্থানের পিছনে আমাদের চারপাশের মানুষ দায়ী। উদাহরণ টেনে এই অভিনেত্রী বলেন, আমি অভিনয় নিয়ে অনেকদিন চর্চা করছি।

কিন্তু উনি গান করছেন কবিতা পড়ছেন অভিনয়সহ আরও যা করছেন কেন উনি তা উনি ভালো জানেন। ওনার জন্য আমার কোনো সমবেদনা নেই।

সেন্সরের অনুমতি নিয়ে ‘মারছক্কা’ ও ‘সাহসী হিরো আলম’ দুটি সিনেমা মুক্তি পেয়েছে আশরাফুল আলমের। তাহলে তিনি কেন শিল্পী না জানতে চাইলে ‘শ্রীকান্ত’, ‘অনিল বাগচীর একদিন’ ছবির এই অভিনেত্রী বলেন, সেন্সর দেখে রাষ্ট্র বিরোধী কোনো কর্মকান্ড আছে কিনা। কাজটি রুচিশীল কিনা তা দেখে না। আমি জানিনা হিরো আলমের সিনেমা মুক্তি পেয়েছে কিনা।

”যে কেউ সিনেমা করে ফেলবে এই বিষয়টাও দেখা উচিত। আমি মনে করি, যারা সিনেমা করে তাদের মানুষের রুচি তৈরিতে ভূমিকা রাখতে পারে। যদি কেউ তার (হিরো আলম)-এর সঙ্গে কাজ করে থাকে তাহলে হয়তো তাদের প্রয়োজনে করেছে। এটা তাদের রুচির ব্যাপার। কিছু বলার নেই।”

মিডিয়ায় মানুষের ফোকাস বেশী থাকে উল্ল্যেখ করে জ্যোতি বলেন, মানুষ সামাজিকভাবে অনেকেই একাধিক বিয়ে করে। কিন্তু তা নিয়ে কখনও সাধারণ মানুষের মাথাব্যথা নেই। মিডিয়ার কেউ যদি একাধিক বিয়ে করে সেটা ট্রল ছাড়িয়ে তাকে ব্যক্তিগতভাবে খুবই নোংরামি করা হয়। আগে এসব দেখে খারাপ লাগতো, এখন অভ্যস্ত হয়ে গেছি। আমাদের আরও সভ্য হওয়া উচিত। অন্যকে নিয়ে মাতামাতি কম করে নিজেকে দেখা উচিত।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় জ্যোতি। জানান, ছাত্রজীবন থেকে ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। বর্তমানে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটিতে আছেন। অভিনয়ের বাইরে যতটা সময় পান রাজনীতিতে সময় দেন। ভবিষ্যতে তার সংসদে এমপি হওয়ার ইচ্ছে আছে।

দীর্ঘদিন নাটকে অভিনয়ের পর জোতিকা জ্যোতি এখন সিনেমায় বেশী কাজ করছেন। তিনি জানান, নূরুল আলম আতিকের পরিচালনায় ‘অন্ত্যেষ্টিক্রিয়া’ নামে একটি ছবির অর্ধেক শুটিং শেষ করেছেন। সাইফুল ইসলাম মান্নুর ‘অনাবৃত’ নামে আরেকটি ছবির শুটিং শেষ করেছেন।

আরও বলেন, আগুনের পাখি নামে আরেক ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। অন্য আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। নাম প্রোডাকশন হাউজ থেকে জানাবে। জ্যোতি বলেন, আমি সবসময় গল্প প্রধান সিনেমা করি। নায়ক-নায়িকা নির্ভর সিনেমাগুলো আমার না। তবে আমার প্রতিটি কাজে ভ্যারিয়েশন থাকে।

By bmppu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *