কথা ছিল এমনটাই। হলও তাই। ১৪ ফেব্রুয়ারি মুখে ভাত খেল ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির ছেলে রাজ্য। সংবাদমাধ্যকে তিনি আগেই জানিয়েছিলেন ভালোবাসা দিবসেই অন্নপ্রাশন হবে আদরের ছেলের।
মঙ্গলবার রাতে সেই বিশেষ মুহূর্তের ছবি প্রকাশ্যে আনলেন নায়িকা।
নায়ক-নায়িকার ছেলের মুখেভাত মানে অনেকেই মনে করবেন এলাহি আয়োজন হবে, খাওয়া দাওয়া হবে। এই সবই হয়েছে, কিন্তু একটু অন্য ভাবে।
খুব ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছিলেন পরীমণি। তাই তাঁর অনুষ্ঠানে সবার আগে অনাথ দুঃস্থদে প্রথম গুরুত্ব। রাজ্যর মুখে ভাতে মাছ, মাংস আর বিরিয়ানির ঢালাও আয়োজন হয়েছিল। অনাথ, পথশিশুদের সঙ্গে বসে বাবা শরিফুল রাজের কোলে বসে প্রথম বার সোনার চামচ, বাটিতে ভাত খেল রাজ্য।
শামিয়ানা খাটিয়ে সাজানো হয়েছিল পরীর বাড়ি। মেঝেতে বসার আয়োজন। দাওয়াতে নিমন্ত্রিত ছিলেন দেশের বেশ কিছু নামী পরিচালক এবং রাজ-পরীর পরিবারের কিছু সদস্য।
কয়েক দিন আগে পরীমণি বলেছিলেন, “রাজ্য কিছুতেই রাতে ইদানীং ঘুমোয় না। দুপুরে ঘুমোয়। সেই সময়ই সব কাজ সারি। এই যেমন এখন ওর অন্নপ্রাশনের প্রস্তুতি চলছে। ১৪ তারিখ মুখে ভাত খাবে আমার ছেলে।”
অনুষ্ঠানের দিন এক সাক্ষাৎকারে পরীমণি বলেন, আজ আমার ছেলে ৬ মাস পূর্ণ করল। সেই উপলক্ষে মুখেভাতের আয়োজন। দিনের কিছুটা সময় পথশিশুদের সঙ্গে কাটাব আমরা। রাজ্য আজ প্রথম ভাত মুখে দেবে পথশিশুদের সঙ্গে। এটা যে কী রকম আনন্দের ও খুশির তা বলে বোঝানো সম্ভব নয়। পথশিশুরাও মানুষ। তাদেরও ভাল-মন্দ খেতে মন চায়। সুন্দর ভাবে বাঁচতে ইচ্ছে করে। আমি চাই রাজ্য মানবিক মানুষ হয়ে উঠুক।