জুয়ার টাকা’র জন্য শ্বশুরের গ্রাম থেকে গরু চু’রি করার ঘটনায় কুমিল্লার দেবীদ্বারে এক জামাইসহ তিনজনকে আট’ক করেছে পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জে’ল হা’জতে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার রাতে দেবীদ্বার উপজেলার মোহনপুর এলাকা থেকে তাদের আ’টক করা হয় বলে জানান দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জুয়ার টাকা জোগা’তে স্ত্রীর সঙ্গে বা’জি ধরেন জুয়েল নামে এক যুবক। পরে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তিন বন্ধু’কে নিয়ে বরুড়া উপজেলার বিলপুকুরিয়া এলাকায় যায় সে। সেখানে নিজ শ্বশুরবাড়ি এলাকার আমির হোসেনের একটি গরু চু”রি করে। কিন্তু গরু নিয়ে ফেরার পথে পুলিশের চে’কপো’স্টে ধ’রা পড়ে যায়। পরে তাদের জে’লে পাঠানো হয়।
এ বিষয়ে দেবীদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, জুয়েলসহ তিন বন্ধু মিলে তার শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে পাশের বাড়ি থেকে একটি গরু চু”রি করে পালিয়ে যাচ্ছিল। পথে পুলিশের ত’ল্লাশিতে তারা আ”টক হয়। জিজ্ঞাসাবাদে সে স্ত্রীর সঙ্গে বাজি ধরে গরু চু”রি করতে যাওয়ার কথা স্বীকার করে। তবে আ’টক তিনজনই পেশাদার চো”র এবং জু’য়াড়ি। তাদের বি’রুদ্ধে একাধিক মা’মলা রয়েছে।