রাজধানীর গুলশান-২ এর ১২তলা একটি ভবনের আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে যোগ দিচ্ছে। আগুন নেভাতে ও উদ্ধার তৎপরতায় বিমান বাহিনীর একটি দলও যোগ দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এ পর্যন্ত চার নারীসহ সাতজনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন।
এরআগে, রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ভবনটির সাত তলায় আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
‘পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। বর্তমানে ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’এদিকে ঘটনাস্থলে থাকা স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভবনে অনেকে আটকে পড়েছে। ধোঁয়া এবং আগুনের কারণে তাদের উদ্ধারে বেগ পেতে হচ্ছে।
এ বিষয়ে ঘটনাস্থলে থাকা গুলশান থানার পরিদর্শক আমিরুল ইসলাম জানান, ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছে। এর বিভিন্ন ফ্লোরে অনেকে আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।