শেষবার ২০১৩ সালে রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর ঘরে প্রতিযোগীর সঙ্গে অশ্লীলতা দেখিয়ে নজরে আসেন তানিশা মুখার্জি। এরপর প্রায় পাঁচ বছর ধরে কাজ করেন না পর্দায়। কিন্তু বরাবরই আলোচনায় থাকেন অভিনেত্রী।
এবার নিজের টপলেস ছবি শেয়ার করে আবারও বিতর্কে তানিশা। জনপ্রিয় অভিনেত্রী কাজলের ছোট বোনের এমন ছবি দেখার পর অনেকেই তাকে ‘সাইকো’ বলেও কটাক্ষ করেছেন।ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে তানিশা লেখেন— ‘যদি নিজের কোনো ভালো কিছু আপনার নজরে না আসে, তবে একটা ভালো আয়না জোগাড় করুন। আমার আয়নার কোনো ব্যাখ্যা দরকার নেই।সুপ্রভাত পৃথিবী।’ ছবিতে তানিশাকে দেখা যাচ্ছে ‘টপলেস’ অবস্থায়। স্বাভাবিকভাবেই এমন একটি ছবি পোস্ট করার পরেই হইচই পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তাকে কুরুচিকর ভাষায় গালাগালি করেন কেউ কেউ। কেউ কেউ একে সস্তা ‘পাবলিসিটি স্টান্ট’ বলেও ইঙ্গিত করেছেন।