চ্যানেল কর্তৃপক্ষ এখন দর্শকদের কথা মাথায় রেখে প্রায়ই নতুন নতুন জিনিস দর্শকদের উপহার দিতে নিয়ে আসছে। বর্তমান যুগে দাঁড়িয়ে যেমন টিআরপি সব একটা ধারাবাহিকের জন্যে টিআরপি কম হয়ে যাওয়া ধারাবাহিক বন্ধ হয়ে যায়। আর এসব ধারাবাহিক বেশি টিআরপি নিয়ে থাকে এগিয়ে চলেআবার ঠিক সেই রকমই দর্শকের প্রিয় একটি ধারাবাহিক বোঝেনা সে বোঝেনা পাখি ও অরণ্যের জুটি। একটা সময় এই ধারাবাহিক সকলের ঘরে ঘরে চলতো। খুবই প্রিয় ছিল সকলের। তাই দর্শকদের উপহার দিতে আবারো সেই ধারাবাহিককে ফিরিয়ে এনেছে।স্টার জলসায় সোম থেকে রবি ঠিক রাত ১১ঃ০০ টায়।